পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে গেজেট প্রকাশ

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

করোনা মহামারীতে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় গত বছরের এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা পেল দেশের শিক্ষা বোর্ডগুলো। গতকাল মঙ্গলবার রাতে জারি হওয়া তিনটি গেজেটের মাধ্যমে দেশে নয়টি সাধারণ বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে এই ক্ষমতা দেওয়া হয়।

জারিকৃত আদেশে বলা হয়েছে, চলমান বৈশ্বিক মহামারী কভিড-১৯ এর কারণে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত আইনগুলো সংশোধন করা হয়েছে। ওইসব সংশোধিত আইনের ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে বোর্ডগুলোকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই গ্যাজেট প্রকাশের মধ্য দিয়ে এইচএসসির ফল প্রকাশের সব বাধা দূর হল। ফলাফল প্রস্তুত রয়েছে, খুব শিগগিরই প্রকাশের তারিখ জানানো হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫