কানাডায় উচ্চশিক্ষা বিষয়ে হাই প্রোফাইল ওয়েবিনার

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

আন্তর্জাতিক সদস্যদের নিয়ে একটি হাই প্রোফাইল ওয়েবিনারে কানাডায় বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি আয়োজিত ওয়েবিনারে বাংলাদেশী শিক্ষার্থীদের বিদেশে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ, বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংসহ বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা স্টাডি ইন কানাডা ফেজ-টু প্রোগ্রামে বাংলাদেশকে সম্প্রতি তালিকাভুক্ত করা হয়েছে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার . খলিলুর রহমান, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, . চৌধুরী নাফিজ সরাফাত, কানাডায় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স কাউন্সিলর শাকিল মাহমুদ, সেন্টেনিয়াল কলেজের সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট রিজিওনাল ম্যানেজার অব ইন্টারন্যাশনাল এডুকেশন গিল বেগান এবং টরন্টোর চেস্টার হাইস্কুলের ভাইস প্রিন্সিপাল হেনরি জু ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কানাডার টরন্টো ল্যাম্বটন কলেজ ডিরেক্টর মাইকেল ভোরাকাস কানাডা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সেন্টেনিয়াল অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ভার্জিনিয়া ম্যাকিয়াভেলো বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য কানাডায় বিভিন্ন একাডেমিক সুযোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫