বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন কবি মুহাম্মদ সামাদ

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি-এই অমর পঙিক্তর রচয়িতা কবি মুহাম্মদ সামাদ মুজিব বর্ষে পেলেন কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ১৯৭৫- জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর সেই অবরুদ্ধ ভয়ের সময়ে সারা দেশের দেয়ালে-পোস্টারে-মঞ্চের ব্যানারে খচিত হয়ে বাঙালি জাতিকে সাহস জুগিয়েছে উদ্দীপিত করেছে এই উজ্জ্বল কাব্যপঙিক্তটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি সামাদের জন্ম ১৯৫৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুহাম্মদ সামাদের কবিতা, কাব্যানুবাদ সমাজচিন্তা মিলিয়ে তার রচিত সম্পাদিত গ্রন্থ ২৩টি। তিনি সিটি আনন্দ-আলো পুরস্কার, সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভূজ সাহিত্য পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার (২০০৯, পশ্চিমবঙ্গ, ভারত), কবিতালাপ পুরস্কার অর্জন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫