দেশ জেনারেলের আইপিওর চাঁদা গ্রহণ ১৪-১৮ ফেব্রুয়ারি

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিও শেয়ারের জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতিতে চাঁদা গ্রহণ ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হবে। চলবে ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

চাঁদা প্রদানে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে ফেব্রুয়ারি শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ৫০ লাখ টাকা অন্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।

কোম্পানিটি কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫