৩৫০টি কচ্ছপ বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

অবৈধভাবে সিঙ্গাপুর থেকে আসা ৩৫০টি অ্যাকুয়ারিয়াম কচ্ছপের স্থান হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। গত সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে গতকাল বিকালে তা সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, গত সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে কচ্ছপগুলো জব্দ করে বন বিভাগে খবর দিলে একটি ইউনিট গিয়ে মোট ১২টি বাক্সে থাকা ৩৫০টি কচ্ছপ উদ্ধার করে। পরে প্রাণীগুলো সাফারি পার্কে অবমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, ধরনের কচ্ছপ সাধারণত বিভিন্ন বাসা বাড়িতে অ্যাকুয়ারিয়ামে পালন করা হয়। বৈধভাবে আমদানির সুযোগ থাকার পরও অবৈধভাবে আমদানি করায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

সাফারি পার্কে কচ্ছপ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫