স্থানীয় ছাত্রছাত্রীর জন্য শেভরনের বৃত্তি চলমান রয়েছে

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২১

শেভরন বাংলাদেশ প্রতি বছরের মতো বার্ষিক বৃত্তি প্রদান কর্মসূচির আওতায় বিবিয়ানা, জালালাবাদ মৌলভীবাজার গ্যাস ফিল্ড এলাকার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী বিবেচনায় ৮৪৯ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬৪ ভাগ বালিকা ৬৬ জন রয়েছে যারা ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উচ্চতর গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২০২০ সালের এসএসসি পরীক্ষার পাসের ফলাফল তুলনা করলে দেখা যায়, জাতীয় সিলেট ডিভিশনের পাসের হার যথাক্রমে ৮২ শতাংশ ৮০ শতাংশ। পক্ষান্তরে শেভরনের বৃত্তিপ্রাপ্তদের গড় পাসের হার ৯৯ শতাংশ।

প্রায় দুই দশক আগে শেভরন বাংলাদেশ অল্প কিছু শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বৃত্তি প্রদান কর্মসূচি চালু করে। ছাত্রছাত্রীদের একাডেমিক মান উন্নয়নের সহায়তা ছাড়াও শেভরন মানসম্মত শিক্ষা সহায়তা উদ্যোগের মাধ্যমে গ্যাস ফিল্ডসংলগ্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসংশ্লিষ্ট অবকাঠামো পরিবেশগত গুণগত পরিবর্তনে সহযোগিতা প্রদান করে আসছে। শিক্ষা বৃত্তি ছাড়াও স্কুলে অতিরিক্ত শিক্ষক নিয়োগ, কম্পিউটার ল্যাব স্থাপন, কোচিং, এন্ডয়মেন্ট ফান্ড, স্কুল ইউনিফর্ম, খেলার সামগ্রী, ফার্নিচার, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সুপেয় পানির ব্যবস্থাসহ নানা ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫