লুব-রেফের আইপিওর চাঁদা গ্রহণ শুরু আজ

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণ আজ শুরু হবে। চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরের ১৮ নভেম্বর বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

লুব-রেফ শেয়ারবাজারে কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৬১ কোটি লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে তারা। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আর কোম্পানিটির নিলামে অংশ নেয়া যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির প্রান্তসীমা মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫