দুই মাস্টারকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বরিশালে নৌ ধর্মঘট

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের দুই মাস্টারের (চালক) জামিন বাতিলের প্রতিবাদে গতকাল দুপুর থেকে ঢাকা-বরিশালসহ সব রুটে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা। এদিকে যাত্রীবাহী নৌযানে আকস্মিক ধর্মঘটে বেকায়দায় পড়েছেন দূরপাল্লার কয়েক হাজার যাত্রী। গতকাল বেলা ২টায় ঢাকা-বরিশাল রুটের সব নৌযান বরিশাল নদীবন্দরের পন্টুন থেকে সরিয়ে ফেলা হয়। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা সভাপতি শেখ আবুল হাসেম জানান, ঢাকা-বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার- লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার রুহুল আমীন এবং এমভি অ্যাডভেঞ্চার- লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার জামাল হোসেন গতকাল মেরিন আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। ঘটনায় শ্রমিকরা সংক্ষুব্ধ হয়। দুই নৌযান মাস্টারের মুক্তির দাবিতে তাত্ক্ষণিকভাবে ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা।

একই রুটের এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার কবির হোসেন জানান, দুই নৌযান মাস্টারকে মুক্তি না দেয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫