এফবিসিসিআই-এমআইটি সলভের উদ্যোগ

৩০ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল সলভেথন

প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী উপায় বের করতেদ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগেম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) সলভেরসহযোগিতায় ৩০ জানুয়ারি ভার্চুয়াল সলভেথন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এফবিসিসিআই টেক সি পরিচালনা করবে।

এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ শীর্ষক কার্যক্রম বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনমিক জাস্টিস চারটি এমআইটি ২০২১ চ্যালেঞ্জ থিমের ওপর ভিত্তি করে সলভেথন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। কার্যক্রমে অংশগ্রহণ আগ্রহী প্রার্থী তার দলকে চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হওয়ার উপায়সংক্রান্ত আইডিয়া জমা দিয়ে https://www.eventbrite.com/e/fbcci-virtual-solveathon-powered-by-mit-solve-registration-126406389915 লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে। কার্যক্রমটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন এমআইটি সলভ কর্মকর্তা প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটেটর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫