ভারতে মডার্নার ভ্যাকসিন আনার আলোচনা শুরু টাটার

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ভারতে কভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজে অংশীদারিত্বের জন্য মডার্নার সঙ্গে আলোচনা শুরু করেছে টাটা গ্রুপের হেলথকেয়ার ইউনিট। আজ সোমবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তার বরাতে ইকোনমিক টাইমস জানায়, ভারতে মডার্নার ক্লিনিকাল পরীক্ষায় ইন্ডিয়া’স কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে একদল হয়ে কাজ করবে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস। 

ফাইজারের ভ্যাকসিন যেখানে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় সেখানে মডার্নার ভ্যাকসিন ফ্রিজের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যায়। এতে ভারতের মতো দরিদ্র দেশগুলো বেশ সুবিধা পাবে কারণ তাদের কোল্ড চেইন খুবই সীমিত। 

গত নভেম্বর প্রকাশিত উপাত্তে দেখা গেছে, মডার্নার ভ্যাকসিন ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোন নিরাপত্তা ঝুঁকি নেই। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার পর চলতি মাসের শুরুতে ইউরোপে অনুমোদন পায় মডার্না। 

বাইরে পরীক্ষা হলেও যেকোন ভ্যাকসিন ভারতে আনার পর স্থানীয়ভাবে তার পরীক্ষা চালানো বাধ্যতামূলক রেখেছে সরকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫