অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে সরকার

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের ৩২২তম দিনে কভিড-১৯ এর অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বিষয়টি জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মন্ত্রী বলেন, ‘অনেক দিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি। আজ আপনাদের যখন বললাম, তখন থেকেই এটা চালু হয়ে গেল।’

শুরু থেকেই দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কয়েকবার অ্যান্টিবডি পরীক্ষার জন্য সরকারকে বলে আসছিলেন। এরপর গত ১৭ সেপ্টেম্বর করোনা মোকাবেলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও তাদের সভায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের ওপর গুরুত্বারোপ করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫