সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রাথমিকে ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোটায় নেমেছে

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিকীকরণ, উপবৃত্তি প্রদান বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই বিতরণ করার ফলে প্রাথমিক বিদ্যালয়ে এনরোলমেন্ট বা অন্তর্ভুক্তি প্রায় শতভাগে উন্নীত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের কোটি ৪০ লাখ শিক্ষার্থীর হাতে যথাসময়ে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার প্রায় শূন্যের কোটায় নেমে গেছে। এমনকি কভিড-১৯ পরিস্থিতিতেও ডিজিটাল মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা যথাসময়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ছেলেদের চেয়ে মেয়েদের এনরোলমেন্ট হার বেশি। মেয়েদের ক্ষেত্রে শতকরা ১০০ ভাগ আর ছেলেদের ক্ষেত্রে ৯৯ দশমিক ভাগ। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর দক্ষ, বলিষ্ঠ, দূরদর্শী সময়োপযোগী নেতৃত্বের কারণে।

প্রতিমন্ত্রী গতকাল রাতে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে আরটিভি আয়োজিত আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক ২০২০ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষার পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরণে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প চালু করা হয়েছে। কেএম খালিদ বলেন, ছাত্রছাত্রীদের পুষ্টিনিরাপত্তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি সংগঠনের মতো বেসরকারি উদ্যোগ, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এসএমসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্টিকর খাবার মনিমিক্স, মনিমিক্স প্লাস প্রভৃতি তৈরি করছে, যা শিশু-কিশোরদের পুষ্টি চাহিদা পূরণ করে আগামী দিনের সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) চিফ অব প্রোগ্রাম (অপারেশন) তসলিম উদ্দিন খান।

ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন এসএমসির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, ইউএসএইড বাংলাদেশের সিনিয়র হেলথ অ্যাডভাইজার . আলিয়া এল সোহানদেস এবং এসএমসির ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী রেজা খান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫