প্রজেক্ট লুন বন্ধ ঘোষণা করল অ্যালফাবেট

প্রকাশ: জানুয়ারি ২৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বেলুনের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছাতে প্রজেক্ট লুন চালু করেছিল গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। প্রকল্পের আওতায় বিশ্বের অনেক অনুন্নত দেশ ইন্টারনেট কাভারেজের বাইরের অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এবার প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে অ্যালফাবেট। খবর টেকক্রাঞ্চ।

বিষয়ে লুন প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ পথচলায় অনেক ইচ্ছুক অংশীদার মিলেছে, কিন্তু দীর্ঘমেয়াদি, টেকসই ব্যবসা গড়ে তোলার জন্য খরচ পর্যাপ্ত কমানোর কোনো উপায় বের করা সম্ভব হয়নি।

২০১৮ সালে গুগলের এক্স মুনশট প্রজেক্ট থেকে পৃথক হয়ে অ্যালফাবেট ইনকরপোরেশনের অধীনে একটি পরিপূর্ণ বিভাগ হিসেবে কার্যক্রম শুরু করে লুন। বলা হচ্ছে, গত নয় বছরে লুন টিম যুগান্তকারী কারিগরি দক্ষতা অর্জন করেছে। কিন্তু তার পরও প্রকল্পটির বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লুন ক্রমে ঝুঁকিপূর্ণ প্রমাণিত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫