দিনাজপুরে বাস-ট্রাক্টরের সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় জমি চাষের ট্রাক্টরের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত আজিজার রহমান (৩৫) গ্রামীণ ব্যাংকের বোচাগঞ্জ হাটরামপুর শাখায় কর্মরত ছিলেন।  

আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিরল উপজেলার ফরক্কাবাদ দেওয়ানজি দিঘীসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আজিজার রহমান দিনাজপুর সদর উপজেলার মালিগ্রাম (ডুম্নীপাড়া) গ্রামের মরহুম মফিজুল হকের ছেলে। সকালে তার কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসি’র যাত্রীবাহী বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি উল্টে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আজিজার রহমান নিহত হন।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম হাবীব বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিরল থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকদের নিকট হন্তান্তর করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫