ভুট্টার উৎপাদন প্রাক্কলন কমাল ব্রাজিল

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২১

বণিক বার্তা ডেস্ক

প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়েছে ব্রাজিলের কৃষি উৎপাদনে। এর জের ধরে দেশটিতে ২০২০-২১ মৌসুমে কমে আসছে ভুট্টা উৎপাদন। দেশটির রাষ্ট্রায়ত্ত কৃষি প্রতিষ্ঠান কোনাবের পূর্বাভাস অনুযায়ী, এবারের মৌসুমে ব্রাজিলে ভুট্টা উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় প্রায় পৌনে তিন লাখ টন কম হতে পারে। খবর এগ্রিমানি।

ব্রাজিল বিশ্বের তৃতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ। কৃষিপণ্যটির বৈশ্বিক রফতানিকারকদের তালিকায় দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোনাবের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে সব মিলিয়ে ১০ কোটি ২৩ লাখ ১৩ হাজার টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনে এবারের মৌসুমে ব্রাজিলে ১০ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টন ভুট্টা উৎপাদনের কথা বলা হয়েছিল। সেই হিসাবে, ২০২০-২১ মৌসুমে ব্রাজিলে কৃষিপণ্যটির উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় লাখ ৭৬ হাজার টন কমে আসছে।

ব্রাজিলে মৌসুমের প্রথম ভুট্টার আবাদ হয় সেপ্টেম্বর-অক্টোবরে। ফসল ওঠে ফেব্রুয়ারি-মে মাসের মধ্যে। এরপর মৌসুমের দ্বিতীয় ফলন লাগানো হয়। বাজারে আসে জুন-জুলাই নাগাদ। এবারের মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় ভুট্টার প্রথম ফলন বাধাগ্রস্ত হয়েছে। কারণে কৃষিপণ্যটির উৎপাদন প্রাক্কলন কমিয়ে এনেছে দেশটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫