বৈদেশিক মুদ্রায় আয় করলে কার্ডে ডলার নিতে এনডোর্সমেন্ট লাগবে না

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক মুদ্রায় আয় করলে বা দেশে বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলে অর্থ জমা করে সেই অর্থ আন্তর্জাতিক কার্ডে নিতে চাইলে আর পাসপোর্টে ঘোষণা বা এনডোর্সমেন্টের দরকার হবে না।  এই কার্ড দিয়ে দেশে বা বিদেশে অনলাইনে কেনাকাটা করা যাবে।  তবে নগদ ডলার নিতে চাইলে আগের মতোই এনডোর্সমেন্ট লাগবে।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক নতুন এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জানি করেছে।  

বিদেশে যাওয়ার সময় সঙ্গে নেয়া বিদেশী মুদ্রার হিসাব পাসপোর্টে ঘোষণা দিতে হয় বা এনডোর্সমেন্ট করতে হয়।   সাধারণত নগদ ৫ হাজার ডলার পর্যন্ত এনডোর্সমেন্ট করা যায়।  এর বাইরে আরো ৭ হাজার ডলারের সমপরিমাণ অন্য মুদ্রা সঙ্গে নেয়া যায়।  এছাড়া দেশে বা বিদেশে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে চাইলেও পাসপোর্ট এনডোর্সমেন্ট লাগে। 

এখন কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশী মুদ্রা আয় করে, এমন হিসাব থেকে আন্তর্জাতিক কার্ডে ডলার স্থানান্তর করতে চাইলে আর কোনো এনডোর্সমেন্ট লাগবে না।

দেশের ব্যাংকগুলোকে নতুন এই নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫