কপিরাইট নিয়ে ফরাসি প্রকাশকদের সঙ্গে গুগলের চুক্তি

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ইউরোপে প্রথমবারের মতো কপিরাইট নিয়ে একটি সাধারণ কাঠামোতে ফরাসি প্রকাশকদের সঙ্গে চুক্তি করেছে গুগল। চুক্তির আওতায় অ্যালফাবেটের মালিকানাধীন প্রযুক্তি জায়ান্ট প্রকাশকদের অনলাইন কনটেন্টের জন্য অর্থ প্রদান করবে। খবর রয়টার্স।

বৃহস্পতিবার ফরাসি প্রকাশকদের একটি গ্রুপ জানিয়েছে, তারা কপিরাইট নিয়ে একটি সাধারণ কাঠামোতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত দেশটির জাতীয় দৈনিক লে মন্দ লে ফিগারোসহ কয়েকটি প্রকাশনার সঙ্গে স্বতন্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

একটি বিবৃতিতে প্রকাশকরা জানিয়েছেন, ফরাসি প্রকাশকদের জোট অ্যালায়েন্স ডি লা প্রেস ডিইনফরমেশন জেনারেল (এপিআইজি) গুগলের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে দৈনিক প্রকাশনার সংখ্যা, মাসিক ইন্টারনেট ট্রাফিক এবং রাজনৈতিক সাধারণ তথ্যে অবদানের মতো মানদণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় স্থানীয় প্রকাশকদের অন্তর্ভুক্ত করা গুগল এপিআইজি সদস্যদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় কী পরিমাণ অর্থ দেয়া হবে, তা জানা যায়নি। আবার মানদণ্ডের অধীনে কীভাবে অর্থ গণনা করা হবে, তারও বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি।

কপিরাইট বিধি নিয়ে গুগলের সঙ্গে ফরাসি প্রকাশক সংবাদ সংস্থাগুলোর দীর্ঘদিনের দরকষাকষি শেষে ঘোষণা দেয়া হলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫