ভিয়েতনামে ল্যাপটপ ও ট্যাবলেট উৎপাদনের অনুমোদন পেল ফক্সকন

প্রকাশ: জানুয়ারি ২০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ানভিত্তিক ফক্সকন টেকনোলজি কোম্পানি লিমিটেডকে স্থানীয়ভাবে ল্যাপটপ ট্যাবলেট ডিভাইস উৎপাদনের অনুমতি দিয়েছে ভিয়েতনাম। দেশটির সরকারের এক বিবৃতিতে বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠানটিকে ল্যাপটপ ট্যাবলেট উৎপাদনের লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

ভিয়েতনামে ল্যাপটপ ট্যাবলেট ডিভাইস উৎপাদনে ২৭ কোটি ডলার বিনিয়োগে একটি কারখানা করবে ফক্সকন, যা নির্মাণ করবে ফুকাং টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান। ভিয়েতনামে ফক্সকনের ল্যাপটপ ট্যাবলেট কারখানাটি স্থাপন করা হবে ব্যাক জিয়াং রাজ্যে। ভিয়েতনামে ফক্সকনের নতুন কারখানাটির উৎপাদন সক্ষমতা হবে বার্ষিক ৮০ লাখ ইউনিট।

ভিয়েতনামে এখন পর্যন্ত ১৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে ফক্সকন। চলতি বছর দেশটিতে আরো ৭০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগের মাধ্যমে দেশটিতে ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি  করবে ফক্সকন। এছাড়া হ্যানয় থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে আরো ১৩০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী ফক্সকন। প্রতিষ্ঠানটির অনুরোধে প্রাথমিকভাবে চীন থেকে কিছু সংখ্যক ইউনিট আইপ্যাড ম্যাকবুক সংযোজন ভিয়েতনামে সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু করেছে ফক্সকন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫