গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, মহাসড়ক অবরোধ

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মান্দারতলা নিগি পেট্রোল পাম্পের সামনে ট্রাক ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল নামে এক রিকশাচালকসহ রিকশার এক আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত রিকশাচালক রিয়াজুল শেখ (২০) গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামের বাবলু শেখের ছেলে এবং রিকশা আরোহী সুজন গাজী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাটাবোনীয়া গ্রামের লাল গাজীর ছেলে।

পুলিশ জানায়, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৩৫৭৭) মান্দারতলা নিগি পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশাচালক রিয়াজুল শেখ (২০) এবং রিকশাযাত্রী সুজন গাজী (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়।

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ঢাকা খুলনা মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। নিহতদের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫