সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যা

৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার পর এজাহারভুক্ত ২৭ নম্বর আসামি স্বপন বেপারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হূদয় বাদী হয়ে নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন, তার তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী গতকাল দুপুরে বলেন, নিহতের ছেলে বাদী হয়ে ঘটনায় রোববার রাতে হত্যা মামলা করেছেন। আমরা মামলার ২৭ নম্বর আসামিকে গ্রেফতার করেছি।

সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে বলেন, ঘটনাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। দ্রুত মামলার তদন্ত কাজ এগিয়ে চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫