২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু

২৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের ৩১৫তম দিন গতকাল অতিক্রম করেছে বাংলাদেশ। সময় আরো ৫৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যা ২৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সম্পর্কিত সরকারি পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর ৫৫তম দিনে ( মে) ৫৫২ জন কভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। এরপর বেশ কয়েকবার দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছিল। তবে গতকাল ২৫৯ দিনের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৫টি আরটিপিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ৫৬৯ জন মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লাখ ২৭ হাজার ৬৩২ জনে। পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২৭ লাখ ১৭ হাজার ৬৬৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাখ ৩৯ হাজার ৭৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ২৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫