চাঁদপুরে ‘আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’

উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২১

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকীতে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল উদ্বোধন করেন। পরে আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা মা শিশু কল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন সেনাবাহিনী প্রধান।

উদ্বোধন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দেশের যেকোনো প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশ অনুযায়ী যেকোনো কাজে প্রস্তুত আছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই দেশের জন্য যেকোনো দায়িত্ব পালন করতে আমরা বাধ্য।

সেনাবাহিনীর দক্ষতা তুলে ধরে তিনি বলেন, এভাবেই অতীতের মতো কঠোর দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও যদি দেশের স্বার্থে কোনো দায়িত্ব দেয়া হয়, তাহলে জনগণের মঙ্গলের জন্য আমরা সেটা করতে সব সময় প্রস্তুত। ধরনের দায়িত্ব পালন আমাদের প্রশিক্ষণের এবং মানসিক প্রস্তুতির একটি অংশ বলেও মনে করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, পিতার নামে নির্মিত হাসপাতালটি উদ্বোধন করতে সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নিজ গ্রামে আসেন জেনারেল আজিজ আহমেদ।

সময় চাঁদপুর- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মৃণাল কান্তি দে, স্বাস্থ্য শিক্ষা পরিকল্পনা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল ওসমান সারোয়ার, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খাতুন মজলিশ, এসপি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫