পুরান ঢাকার সোব্বাসী ভাষার অভিধান

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার সোব্বাসী ভাষা রক্ষায় সহযোগী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সাবু সম্পাদিত বাংলা-ঢাকাইয়া সোব্বাসী ডিকশনারি মোড়ক উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে বিজ্ঞানচেতনা পরিষদের অফিস কক্ষে অভিধানটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আবু হেনা মোস্তফা এনাম।

ওয়াহিদ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকাইয়া সোব্বাসী জাবান গ্রুপের অ্যাডমিন হাজি সামির উদ্দিন এবং গ্রন্থের লেখক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু।

ইসলাম খা চিশতীর সময় থেকেই অর্থাৎ ১৬১০ সাল থেকেই ঢাকাইয়া সোব্বাসীরা পুরান ঢাকার অধিবাসী। ৪০০ বছর পর ঢাকাইয়া সোব্বাসীদের একটি অভিধান প্রণীত হয়েছে। অভিধানে বাংলা বর্ণমালার সাহায্যে ঢাকাইয়া সোব্বাসীদের উচ্চারিত শব্দের লিখিত রূপ দেয়া হয়েছে। এটি ঢাকাইয়া সোব্বাসী ভাষায় প্রণীত প্রথম অভিধান। অভিধানে বাংলা শব্দভুক্তি রয়েছে মোট ১৫ হাজার ৩০৪টি। ২২২ পৃষ্ঠারের অভিধানের মূল্য ধরা হয়েছে ২২০ টাকা। প্রচ্ছদ করেছেন শফিকুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫