বরিশালে পিআইবি মহাপরিচালক

একটি ভুয়া সংবাদ সমাজের ব্যাপক ক্ষতি করে

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, একটি ভুয়া সংবাদ সমাজের ব্যাপক ক্ষতি করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটি জাতীয় পত্রিকার উদাহরণ টেনে তিনি বলেন, এদেশের একটি প্রথম সারির পত্রিকার সংবাদের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের ঔষধি গাছ ঢোল কলমি আজ শেষ হয়ে গেছে। অন্যদিকে সংবাদপত্রের লেখালেখির কারণে এদেশের অধিকাংশ বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা না থাকলে শিল্পকে বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে পড়বে।

গতকাল সকালে বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি মিলনায়ন সভাকক্ষে বরিশাল বিভাগের সম্পাদক নির্বাহী সম্পাদকদের সঙ্গে শিশু নারী উন্নয়নবিষয়ক সংলাপ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার মো. মহবুবুর রহমান, পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক কায়সার।

স্থানীয় পত্রিকার প্রকাশক, সম্পাদক নির্বাহী সম্পাদকরা মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে তাদের বিভিন্ন সমস্যার কথাগুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫