চীনের বাইরে রিয়াদে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর হুয়াওয়ের

প্রকাশ: জানুয়ারি ১৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক হুয়াওয়ে চীনের বাইরে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথম বৃহৎ একটি ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে যাচ্ছে। সৌদি সরকারের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।

চীনের বাইরে নিজেদের বৃহৎ ফ্ল্যাগশিপ স্টোর স্থাপনে সৌদি আরবের কাদেন ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি করেছে হুয়াওয়ে। নিজস্ব স্টোর চালুর মাধ্যমে সৌদি আরবের গ্রাহকদের হাতে সরাসরি বিভিন্ন ডিজিটাল পণ্য এবং সেবা পৌঁছাতে পারবে প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে সৌদির মোট জনসংখ্যার ৭৩ দশমিক শতাংশ ইন্টারনেটের আওতায় এসেছে। আগামী ২০২২ সালের মধ্যে দেশটির ৮২ দশমিক শতাংশ মানুষ ইন্টারনেট সেবার আওতায় আসবে। যে কারণে দেশটিকে বৃহৎ বাজার বিবেচনা করছে হুয়াওয়ে।

যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের চাপে অনেক দেশ ফাইভজি প্রকল্প থেকে হুয়াওয়েকে বাদ দিলেও সৌদির কয়েকটি টেলিকম প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার অব্যাহত রেখেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫