জ্বালানি তেল

দ্বিতীয় প্রান্তিকে দাম উঠবে ব্যারেলপ্রতি ৬০ ডলারে

প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫০ ডলারের ওপরে অবস্থান করছে। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তা আরো বেড়ে ব্যারেলপ্রতি ৬০ ডলারে উন্নীত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাত্কারে ইরাকের তেলমন্ত্রী ইহসান আবদুল জব্বার সম্ভাবনার কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

বিষয়ে ইরাকের তেলমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে পণ্যটি উত্তোলনকারী রফতানিকারক দেশগুলো একযোগে কাজ করছে। বিশেষত ওপেক প্লাসের আওতায় গৃহীত উদ্যোগের সুফল মিলছে। সৌদি আরব স্বতঃপ্রণোদিত হয়ে জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ১০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে। এসব উদ্যোগের ফল পাওয়া যাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে গিয়ে। ওই সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৫৫ ডলার ১০ সেন্টে বিক্রি হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ৫২ ডলার শূন্য সেন্টে। করোনাকালীন ধাক্কা সামলে চলতি বছরের শুরু থেকেই জ্বালানি তেলের বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছে, যা আগামী দিনগুলোতেও বহাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫