ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ৩ নতুন মুখ

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ডাক পেলেন অনভিষিক্ত অফ-স্পিনার মাহাদী হাসান, পেস বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তাদের দলভুক্ত করেই আজ ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিবিসি)।

এ দলটিকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।  

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ ও ২২ জানুয়ারি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল খান (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, মাহাদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫