সাংবাদিক হিলালী ওয়াদুদের মৃত্যু

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে বুকে ব্যথা শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি...রাজিউন)

চিকিৎসকরা জানিয়েছেন, হূদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

হিলালী ওয়াদুদ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন। আজ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার পারিবারিক সূত্র জানায়, গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে অনুষ্ঠিত হয়, এরপর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে তাকে দাফন করার কথা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫