বাড়তে পারে ভারতীয় কাজুবাদামের দাম

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর সময় ভারতে উৎসব আয়োজনে রাশ টানা হয়েছিল। কারণে কমে গিয়েছিল কাজুবাদামের চাহিদা। রফতানিও হয়েছে তুলনামূলক কম। সব মিলিয়ে করোনায় ভারতীয় কাজুবাদামের দাম কমে যায়। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাড়ছে পণ্যটির চাহিদা, যা আগামী দিনগুলোয় ভারতীয় কাজুবাদামের দাম বাড়াতে পারে। খবর বিজনেস লাইন।

বর্তমানে ভারতের বাজারে প্রতি টন অপরিশোধিত কাজুবাদাম (আরসিএন) হাজার ৪০০ থেকে হাজার ৫০০ ডলারে বিক্রি হচ্ছে। ভারতীয় প্রতিষ্ঠান স্যামসুন ট্রেডার্সের পরিচালক পঙ্কজ এন সম্পদ বলেন, লকডাউনে চাহিদা না কমলে ভারতীয় কাজুবাদাম আরো বেশি দামে বিক্রি হতো।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলেও ভারতে উৎসব আয়োজনে গতি ফিরতে শুরু করেছে। ব্যবসায়ীরা কাজুবাদামের রফতানি বাড়ানোর চেষ্টা করছেন। এসব কারণে আগামী দিনগুলোয় ভারতীয় কাজুবাদামের চাহিদা বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আর চাহিদা বাড়লে বাড়বে ভারতীয় কাজুবাদামের দাম। তবে এক্ষেত্রে ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলোর বাজার পরিস্থিতি ভারতীয় কাজুবাদামের মূল্যবৃদ্ধিতে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫