আইএলএসআইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কোকা-কোলা

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

ইন্টারন্যাশনাল লাইফ সায়েন্স ইনস্টিটিউটের (আইএলএসআই) সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতাপূর্ণ সম্পর্ক ছিন্ন করেছে কোকা-কোলা। চিনি ব্যবহারে উৎসাহমূলক গবেষণা নীতিমালার জন্য পরিচিত শক্তিশালী খাদ্য সংস্থার জন্য এটি একটি বড় আঘাত। চলতি মাসে বৈশ্বিক, আঞ্চলিক দেশীয় পর্যায়ে খাদ্য সংস্থাটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসান ঘটিয়েছে মার্কিন পানীয় জায়ান্ট। খবর ব্লুমবার্গ।

কোকা-কোলা জানিয়েছে, রুটিন পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যসচেতন গ্রাহকরা প্রতিনিয়ত চিনিযুক্ত পানীয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার সময়ে আইএলএসআইয়ের জন্য প্রস্থান বড় এক ধাক্কা।

কোকের সাবেক একজন নির্বাহীর হাতে প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থায় এখনো পেপসিকো ইনক কেলোগ কোয়ের মতো সংস্থা গ্রাহক হিসেবে তালিকাভুক্ত রয়েছে। তবে কোক তাদের অন্যতম সমর্থক আর্থিক সহায়তাকারী ছিল। আইএলএসআইয়ের সদস্যপদের তালিকাটি আপ টু ডেট কিনা, তা নিয়ে কোনো পক্ষের মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোয় আইএলএসআই বিশ্বজুড়ে সরকারি স্বাস্থ্য পুষ্টি নীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে তার ভূমিকার জন্য সমালোচিত হয়েছে। ভূমিকার জন্য কিছু বিজ্ঞানী স্বাস্থ্য বিশেষজ্ঞ আইএলএসআইকে তার করপোরেট গ্রাহকদের অ্যাডভোকেসি গ্রুপ হিসেবে আখ্যায়িত করেছে।

নিউইয়র্ক টাইমসের ২০১৫ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইএলএসআই শিল্পবান্ধব ধারণাকে উৎসাহিত করেছে। অর্থাৎ স্থূলতার সঙ্গে লড়াই করতে ডায়েটে পরিবর্তন নয়; বরং শারীরিক অনুশীলন করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫