গত বছর জার্মান অর্থনীতির ৫ শতাংশ সংকোচন

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালে জার্মানির জিডিপি আগের বছরের তুলনায় শতাংশ সংকুচিত হয়েছে। মূলত নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত অবস্থার কারণে জিডিপিতে এই সংকোচন দেখা গেছে। গত বৃহস্পতিবার ফেডারেল স্ট্যাস্টিক্যাল অফিস (ডেস্টাটিস) থেকে এই হ্রাসের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর সিনহুয়া।

ডেস্টাটিসের পক্ষ থেকে বলা হয়, টানা ১০ বছরের প্রবৃদ্ধি পর্বের পর জার্মানির অর্থনীতি গভীর মন্দার মুখোমুখি হয়েছে। তবে প্রাথমিক হিসাব বলছে, জার্মান অর্থনীতির এই পতন ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের চেয়ে কম তীব্র। সে সময় দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছিল দশমিক শতাংশ। এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জার্মানির অর্থ জ্বালানিবিষয়ক মন্ত্রী পিটার অল্টমায়া বলছেন, এই সংকোচন অনেক বিশেষজ্ঞ যেমনটা আশঙ্কা করেছিলেন, তার চেয়ে অনেক কম।

ডেস্টাটিসের ন্যাশনাল অ্যাকাউন্ট সেকশনের প্রধান আলবার্ট ব্রাকম্যান বলেন, অন্য অনেক দেশের তুলনায় আমাদের অর্থনীতিতে মহামারীর ধাক্কা তুলনামূলক কম লেগেছে। পাশাপাশি তিনি আশাবাদী যে মহামারী সত্ত্বেও ২০২১ সালে অর্থনীতি ভালো প্রবৃদ্ধিতে ফিরে আসতে পারবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫