মার-এ-লাগোতে বসবাসের পরিকল্পনা ট্রাম্পের, সঙ্গী বর্তমান কিছু সহযোগী

প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২১

আগামী সপ্তাহে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণের দিন সকালে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার--লাগো রিসোর্টে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। প্রেসিডেন্সির মেয়াদ শেষে তিনি হোয়াইট হাউজের বেশ কয়েকজন কর্মীকেও সেখানে নিয়ে যাবেন। তারা সেখানে ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারের হয়ে কাজ করবেন বলে মনে করা হচ্ছে। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্র বলছে, ট্রাম্প ওই পাম বিচ রিসোর্টে বসবাসের ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও তার পরিবারের সদস্যরা তাকে স্থায়ীভাবে সেখানে বসবাস থেকে বিরত রাখার চেষ্টা করছেন। এদিকে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট বাইডেন তার স্ত্রী জিলকে ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে হোয়াইট হাউজের নিকটবর্তী ঐতিহাসিক ব্লেয়ার হাউজে চলে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে বাইডেন নতুন প্রেসিডেন্টের ঐতিহ্য বজায় রেখে আমন্ত্রণ গ্রহণও করেছেন। প্রেসিডেন্সির মেয়াদ শেষে ট্রাম্প কোথায় যাবেন, তা নিয়ে হোয়াইট হাউজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার সহযোগীরা ধরে নিয়েছেন তিনি মার--লাগোতে যাবেন। যদিও প্রেসিডেন্ট এখনো তার পরিকল্পনা জানাননি এবং হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পরে তিনি কী করবেন, তা প্রকাশ্যে বলেননি। ব্লুমবার্গ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫