বিশ্বব্যাপী জলদস্যু হামলা বেড়েছিল গত বছর

প্রকাশ: জানুয়ারি ১৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাপী জাহাজে জলদস্যুদের হামলার পরিমাণ ২০২০ সালে ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে পশ্চিম আফ্রিকাতেই রেকর্ডসংখ্যক অপহরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি একটি সমুদ্র পর্যবেক্ষক সংস্থা চিত্র তুলে ধরেছে। তারা সময় সমুদ্রে পাহারা বাড়ানোর আহ্বানও জানিয়েছে। খবর এএফপি।

ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো (আইএমবি) বার্ষিক প্রতিবেদনে বলা হয়, গত বছর জলদস্যু হামলা সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে ১৯৫টি। ২০১৯ সালে যে সংখ্যা ছিল ১৬২। এছাড়া গত বছর বিশ্বব্যাপী ১৩৫ জন নাবিককে বিশ্বব্যাপী অপহরণ করা হয়, এর মাঝে ১৩০টিই ছিল পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫