টেলিটকের বাল্ক এসএমএস সেবা নেবে বিমান

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  এ চুক্তির আওতায় টেলিটকের বাল্ক এসএমএস সেবা নেবে বিমান।

আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির ফলে বিমানের পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিলকৃত ফ্লাইটের তথ্য প্রদান, কভিড-১৯ সম্পর্কিত এবং অন্যান্য তথ্য টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। 

এছাড়াও রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান দুটি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের উপস্থিতিতে টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং ও ভ্যাস) প্রভাস চন্দ্র রায় ও বিমানের মহাব্যবস্থাপক (মার্কেটিং) মোহাম্মদ সালাউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫