মোটরবাইক থেকে ছিটকে পড়ে নারী নিহত

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ‍চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লায় স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত উম্মে সালমা (৫৪) বিলিং সুপারভাইজার পদে দর্শনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কর্মরত ছিলেন। 

গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

উম্মে সালমা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ের আলতাফ হোসেনের স্ত্রী। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গতকাল বুধবার রাতে দর্শনা পল্লী বিদ্যুৎ অফিস থেকে প্রতিদিনের মতো কাজ শেষে আলতাফ হোসেন ও তার স্ত্রী উম্মে সালমা মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ভেমরুল্লায় স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির হেড লাইটের সাদা আলো তার চোখে লাগলে তিনি চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে অসাবধানতাবশত পিছনে বসা উম্মে সালমার সড়কের ওপর ছিঁটকে পড়লে তার মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫