ডিকেসির চার বছর পূর্তি উদযাপন

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২১

চার বছর পার করল ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ (ডিকেসি) পথচলায় ডিকেসির লক্ষ্য ছিল তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক বাংলাদেশ গড়ে তোলা। ইউএনডিপি বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম ডিকেসি অভিযাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছে বিভিন্ন বয়সের তারুণ্যকে, যারা সমাজের বর্তমান প্রথাগত ভুল সংস্কারগুলোকে ঢেলে সাজাতে চায়। গত চার বছরে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের অর্জন ৫০টির অধিক সোশ্যাল এন্ট্রাপ্রেনিউর, ২০টি বিশ্ববিদ্যালয়ের মেধাবী সফল ২০টি বিজয়ী দল। অনলাইন সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে মানুষের মধ্যে মৌলিক মূল্যবোধগুলোকে সক্রিয় করে তুলতে গত চার বছরে যুবাদের অবদান ছিল অনবদ্য।

চার বছর পূর্তি উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর নর্থ এন্ডে সামাজিক দূরত্ব মেনে এক বিশেষ পিস টক ক্যাফের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ, পিভিই প্রোগ্রামের প্রজেক্ট অফিসার ফয়সাল বিন মজিদ, ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন অফিসার ফারহানা শাহনাজ, স্টার্টআপ বাংলাদেশ-আইসিটি ডিভিশনের হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী, ওয়াইওয়াই গোষ্ঠীর সিইও তাজিন শাদিদ এবং দ্য মাইটি বাইট লিমিটেডের ক্লায়েন্ট সার্ভিস এবং বিজনেস লিড এজাজ খান। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন ওয়াইওয়াই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম। এছাড়া ডিকেসির উদ্যোক্তা, আয়োজক, পার্টনার এবং বিভিন্ন সময়ে ডিকেসির বিজয়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫