আইডিএলসির বন্ড প্রস্তাব অনুমোদন

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির ৭৫৭তম কমিশন সভায় অনুমোদন দেয়া হয়।

আইডিএলসির বন্ডের মেয়াদ হবে চার বছর। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি আনসিকিউরড, নন-কনভার্টিবল জিরো কুপন বন্ড। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স তাদের চলমান আর্থিক চাহিদা পূরণ করবে। বন্ডটির ট্রাস্টি ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে ইসি সিকিউরিটিজ লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫