সাড়ে ৩ লাখ টন রাবার রফতানি কম্বোডিয়ার

প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

কম্বোডিয়ার প্রধান রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম প্রাকৃতিক ড্রাই রাবার। চীন ছাড়াও দক্ষিণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় সবচেয়ে বেশি রাবার রফতানি করে কম্বোডিয়া। বিদায়ী বছরে কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে প্রায় সাড়ে তিন লাখ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে। কম্বোডিয়ার মিনিস্ট্রি অব এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশারিজের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স সিনহুয়া।

কম্বোডিয়ার সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে দেশটি থেকে সব মিলিয়ে লাখ ৪০ হাজার টন রাবার রফতানি হয়েছে। এর আগের বছর দেশটি থেকে রাবার রফতানির পরিমাণ ছিল লাখ ৮২ হাজার ৭১ টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কম্বোডিয়া থেকে রাবার রফতানি লাখ ১৯ হাজার টনের বেশি বেড়েছে। ২০১৮ সালে দেশটি থেকে লাখ ১৭ হাজার ৫০১ টন রাবার রফতানি হয়েছিল। গত বছর রাবার রফতানি করে কম্বোডিয়ার রফতানিকারকরা সব মিলিয়ে ৪৫ কোটি ৯০ লাখ ডলার আয় করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫