কভিড-১৯

চট্টগ্রামে দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত শনাক্ত ১২৭

প্রকাশ: জানুয়ারি ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নতুন করোনায়ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২৭ জন। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট শনাক্তকৃত করোনারোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৭৮০ জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, মোট ৯টি ল্যাবে এক হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫ জন, বিআইটিআইডিতে ২২ জন, চমেকে ৩০ জন, সিভাসুতে ১২ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ১১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭ জন, আরটিআরএলে ৩ জন এবং কক্সবাজার মেডিকেলে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বণিক বার্তাকে জানান, চট্টগ্রামে ১২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরীর ১০৫ জন এবং উপজেলায় ২২ জন। যেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সেজন্য সবাইকে সতর্কতার সাথে চলাফেরা করার অনুরোধ জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫