সিডনি টেস্টে কর্তৃত্ব অস্ট্রেলিয়ার

প্রকাশ: জানুয়ারি ০৯, ২০২১

বণিক বার্তা অনলাইন

সিডনি টেস্টে তৃতীয় দিন দুর্দান্ত বোলিং আর ফিল্ডিং দিয়ে কর্তৃত্ব নিজেদের হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। একটি পর্যায়ে ৪ উইকেটে ১৯৫ রান তুলে ভারত পিছিয়ে ছিল ১৪৩ রানে, কিন্তু শেষ ৪৯ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে অতিথিরা গুটিয়ে যায় ২৪৪ রানে। এরপর ২ উইকেটে ১০৩ রানে দিন শেষ করে টিম পেইনের দল। তাদের লিড ১৯৭ রানের। মার্নুস লাবুশেন ৪৭ রানে ও স্টিভ স্মিথ ২৯ রানে অপরাজিত।

অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটসম্যান যদি নিজেদের মধ্যে ভালো একটি পার্টনারশিপ গড়তে পারেন তবে ভারতের সামনে কাজটি অনেক কঠিন হয়ে যাবে, অতিথিদের সামনে পড়বে পাহাড়সম টার্গেট।

ভারতীয় ইনিংসের ক্ষতিটা করেছেন প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড। কামিন্স ২৯ রানে চারটি ও হ্যাজেলউড ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। আরেক পেসম্যান মিচেল স্টার্কের শিকার এক উইকেট। শুভমান গিল ও চেতেশ্বর পুজারা উভয়ই করেন ৫০ রান।

এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ৩৩৮ রান। ১৩১ রানের ইনিংস খেলেন স্মিথ। 

চার ম্যাচের সিরিজটা ১-১-এ সমতায় রয়েছে। চতুর্থ ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ১৫ জানুয়ারি।

সূত্র: বিবিসি ও ক্রিকইনফো

 

  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫