‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ পেল সামিট অয়েল অ্যান্ড শিপিং

প্রকাশ: ডিসেম্বর ২৯, ২০২০

গতকাল বেসরকারি খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় জ্বালানি তেল আমদানিকারক সরবরাহকারী প্রতিষ্ঠান, সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল), দেশের জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮-তে ভূষিত হলো।

পুরস্কারপ্রাপ্তিতে এসওএসসিএলের পরিচালক (অপারেশনস) সালমান খান বলেন, এসওএসসিএল প্রতিনিয়ত নিরাপদ জ্বালানি তেল সরবরাহ সংরক্ষণ চেষ্টার মাধ্যমে দেশের শিল্প-কারখানাগুলোকে সহযোগিতা করার স্বীকৃতিস্বরূপ পুরস্কারের জন্য আমরা কৃতজ্ঞ।

বর্তমানে এসওএসসিএল বেসরকারি খাতে ৮টি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করছে এবং ৩০,০০০ টন জ্বালানি তেল পরিবহন সক্ষমতার ২২টি জাহাজ পরিচালনা করে আসছে। এছাড়া এসওএসসিএলের মোট  ১০০,০০০ টন জ্বালানি তেল সংরক্ষণ ক্ষমতা রয়েছে।

রাষ্ট্রপতির পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি পুরস্কার দেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫