পদোন্নতি পেয়ে এসপি হলেন ২৩ পুলিশ কর্মকর্তা

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদপ্তরের সুফিয়ান আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মো. নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওয়াহিদুল হক চৌধুরী, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ বেলায়েত হোসেন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলম, বিশেষ শাখার (এসবি) ড. এস এম ফরহাদ হোসেন, স্পেশাল প্রটেকশন অ্যান্ড প্রটেকশন ব্যাটলিয়নের মো. আবদুল্লাহ আল-মামুন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মো. নূরুল আমীন হাওলাদার, সিআইডির আ.স.ম শামসুর রহমান ভুঁঞা, আরআরএফের মো. মাহফুজ্জামান আশরাফ, ডিএমপির জসিম উদ্দীন, র‌্যাবের মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমান ও শাহরিয়ার আলী।

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে আরো রয়েছেন- পিবিআইয়ের মো. বেলাল হোসেন, এপিবিএনের রবিউল ইসলাম, রংপুর মহানগরী পুলিশের মো. আব্দুল্লাহ আল ফারুক, পুলিশ অধিদপ্তরের মো. আনোয়ার জাহিদ, ঢাকা জেলা পুলিশের মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা পুলিশ স্টাফ কলেজের মোহাম্মদ সালাহ্‌ উদ্দিন তালুকদার, এপিবিএনের মো. শাজাহান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর আরেকটি প্রজ্ঞাপনে আরো দুজন অতিরিক্ত পুলিশ সুপারের পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়ার তথ্য জানানো হয়েছে। তারা হলেন- সুদান মিশনে কর্মরত মোহাম্মদ আব্দুল হালিম এবাং শিক্ষা প্রেষণে অস্ট্রেলিয়াতে অধ্যয়নরত বেগম হুমায়রা পারভীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫