সোমালিয়ায় মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

প্রকাশ: ডিসেম্বর ০৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের বরাতে গতকাল তথ্য নিশ্চিত হয়েছে। খবর বিবিসি।

সোমালিয়ায় আল শাবাব ইসলামিক স্টেটের মিলিশিয়া বাহিনীর সঙ্গে লড়াইয়ে স্থানীয় সেনাবাহিনীকে সহায়তায় সেখানে প্রায় ৭০০ মার্কিন সেনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরাক আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিদেশে মার্কিন সেনা অবস্থানকে ব্যয়বহুল অকার্যকর হিসেবে সমালোচনা করে তাদের দেশে ফেরানোর পক্ষে তিনি। সোমালিয়া থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের নীতি থেকে সরে আসছেন ট্রাম্প।

কিছু বিশেষজ্ঞ বলছেন, মার্কিন সেনা প্রত্যাহারের কারণে হর্ন অব আফ্রিকা অঞ্চলে জঙ্গি তত্পরতা বৃদ্ধি পাবে। গত কয়েক দশক ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে সোমালিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী মার্কিন সেনাদের মাধ্যমে রাজধানী মোগাদিসু অন্যান্য অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে সরকারি বাহিনী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫