১০০ দিন মাস্ক পরার নির্দেশনা দেবেন বাইডেন

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

দায়িত্ব গ্রহণের পর পরই দেশবাসীকে ১০০ দিন মাস্ক পরে থাকার আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাত্কারে এ কথা জানান তিনি। 

এ পদক্ষেপের ফলে উল্লেখযোগ্য হারে নভেল করোনাভাইরাসের প্রকোপ কমে আসবে বলে মনে করেন তিনি। সাক্ষাত্কারে বাইডেন বলেন, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দপ্তরে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন।

করোনায় এখন সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত রেকর্ড ১ কোটি ৪০ লাখ মার্কিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চসংখ্যক করোনা রোগী। এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

সিএনএনের সাংবাদিক জ্যাক টেপারকে দেয়া সাক্ষাত্কারে বাইডেন বলেন, ক্ষমতায় বসার প্রথম দিনই আমি সবাইকে বলব, আপনারা সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫