চীনে ৮ বছরের সর্বোচ্চে তামার দাম

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে চীনেও তামার দাম বাড়তির দিকে রয়েছে। ধারাবাহিকতায় দেশটির সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে আট বছরের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। খবর রয়টার্স সিনহুয়া।

সর্বশেষ কার্যদিবসে সাংহাই এক্সচেঞ্জে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৫৭ হাজার ৬৮০ ইউয়ান বা হাজার ৭৫৭ ডলার ৩১ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় দশমিক শতাংশ বেশি। ২০১২ সালের সেপ্টেম্বরের পর সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে এটাই তামার সর্বোচ্চ দাম।

এদিকে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) নভেম্বরের শেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা হাজার ৬৭৪ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছিল। সর্বশেষ কার্যদিবসে ব্যবহারিক ধাতুটির দাম কিছুটা বেড়ে টনপ্রতি হাজার ৬৭৯ ডলারে দাঁড়িয়েছে।

চলতি বছরের নভেম্বরে এলএমইতে তামার দামে ১৩ দশমিক শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। ২০১৬ সালের নভেম্বরের পর এটাই ব্যবহারিক ধাতুটির দামে সর্বোচ্চ উত্থান।

করোনা মহামারীর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে চীনা অর্থনীতি। নভেম্বরে দেশটির কারখানা কার্যক্রম গত তিন বছরের মধ্যে সবচেয়ে গতিশীল ছিল। চীনের শিল্প উৎপাদন খাতে সবচেয়ে বেশি তামা ব্যবহার হয়। ব্যবহারিক ধাতুটির বৈশ্বিক ব্যবহারের অর্ধেকের বেশি চীনের দখলে।

চীনা উৎপাদন খাতের চাঙ্গা ভাব করোনা মহামারীর মধ্যেও তামার চাহিদা বাড়িয়েছে। এর বিপরীতে ব্যবহারিক ধাতুটির সরবরাহ রয়েছে সীমিত। পরিস্থিতি তামার মূল্যবৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫