থুতনিতে মাস্ক পরলে জরিমানা দ্বিগুণ

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের দ্বিতীয় প্রকোপ মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করতে গতকাল রাজধানীর যাত্রাবাড়ী বাড্ডা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযানে ৪৭ জনকে জরিমানাসহ ৭০০ মাস্ক বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, থুতনিতে মাস্ক পরে ঘুরলে দ্বিগুণ জরিমানা করা হচ্ছে।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, দুপুরে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে র্যাব-১০-এর সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ৩০ জনকে মাস্ক না পরার জন্য ২০০-৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে ৬০০-৭০০ মাস্ক পথচারীদের মধ্যে বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরো বলেন, মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে। তবে সাধারণ মানুষ মাস্ক ঘরে রেখে বাইরে এসে নানা অজুহাত শোনাচ্ছেন। কিছু মানুষ মাস্ক পরলেও সেটা তারা থুতনিতে রেখে দিচ্ছেন। সচেতনভাবে বিষয়টি অবহেলা করার জন্য ধরনের মানুষদের দ্বিগুণ জরিমানা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫