ফিলিস্তিনকে ১০০ কোটি ডলার ফিরিয়ে দিল ইসরায়েল

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ফিলিস্তিনের কাছ থেকে আটকে রাখা ১০০ কোটি ডলারের বেশি ফেরত দিয়েছে ইসরায়েল। অর্থ পাওয়ার এই খবর নিশ্চিত করেছেন ফিলিস্তিনি এক মন্ত্রী। দুই পক্ষের মাঝে সম্পর্ক পুনরায় জোড়া লাগার এক সপ্তাহের মাঝে পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। খবর এএফপি।

এক টুইট বার্তায় ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ারস মন্ত্রী হুসাইন আল-শেখ লেখেন, ইসরায়েল সরকার সব ধরনের আর্থিক পাওনা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। ইসরায়েলি মুদ্রায় এই অর্থের পরিমাণ বিলিয়ন এবং ৭৬৮ মিলিয়ন শেকেল। অর্থ মূলত শুল্ক করসহ বিভিন্ন কর থেকে প্রাপ্ত, যা ইসরায়েল ফিলিস্তিনের পক্ষ থেকে সংগ্রহ করেছিল।

এর আগে মে মাসে ইসরায়েলের সঙ্গে সমন্বয় বন্ধ করে দেয় ফিলিস্তিন। যাকে পশ্চিম তীরের অংশগুলো ইসরায়েলের দখলে নেয়ার প্রক্রিয়ার প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছিলেন পিএ নেতা মাহমুদ আব্বাস।

এরপর আগস্টে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিনিময়ে বর্ধিতকরণের পরিকল্পনা স্থগিত করে ইসরায়েল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫