বদলে যাচ্ছে ফেসবুক ক্রিপ্টোকারেন্সি লিবরার নাম

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

টেক জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা লিবরা নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। আনুষ্ঠানিকভাবে চালুর আগেই তুমুল আলোচনা-সমালোচনার মুখে পড়েছে প্রকল্পটি। এবার লিবরা নামটি বদলে ফেলার কথা জানানো হয়েছে। বলা হচ্ছে, ফেসবুকের ডিজিটাল মুদ্রা লিবরা নয় বরং ডিয়েম নামে পরিচিত হবে। খবর রয়টার্স সিএনবিসি।

এক বিবৃতিতে লিবরা অ্যাসোসিয়েশন জানিয়েছে, লাতিন শব্দ ডিয়েম অর্থ দিন। নামটির মধ্য দিয়ে ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্পের আরো পরিপক্বতা স্বতন্ত্রতার পরিচয় বহন করবে। বিটকয়েনসহ প্রচলিত ডিজিটাল মুদ্রাগুলোর তুলনায় ডিয়েম সহজে ব্যবহার করা যাবে। এর নিরাপত্তা ব্যবস্থা হবে সর্বাধুনিক। আন্তর্জাতিক লেনদেন হবে তুলনামূলক নিরাপদ।

তবে বিশ্লেষকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে চালুর আগেই বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে ফেসবুকের ডিজিটাল মুদ্রা লিবরা। এর নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতিতে লিবরা ব্র্যান্ড হিসেবে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে যায়। মূলত কারণে চালুর আগেই নাম বদলের সিদ্ধান্ত এসেছে। এর ফলে ফেসবুকের ডিজিটাল মুদ্রার ব্র্যান্ড ভ্যালু বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিশ্বজুড়ে তুমুল আলোচনা-সমালোচনা ছাপিয়ে চলতি বছর লিবরা চালু হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারী তা আটকে দেয়। অবশেষে ২০২১ সালের জানুয়ারিতে ফেসবুকের ডিজিটাল মুদ্রার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আলোচিত প্রকল্পের সঙ্গে যুক্ত অন্তত তিনজনের নাম গোপন রেখে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রার সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে জেনেভাভিত্তিক লিবরা অ্যাসোসিয়েশন। ফলে নতুন বছরের শুরুতেই বিশ্ববাসী মার্কিন ডলারের বিপরীতে সম্পূর্ণ নতুন একটি বিনিময় মাধ্যম পেতে যাচ্ছে। তা- আবার এটি সম্পূর্ণ রূপে ডিজিটাল মাধ্যমে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫