স্বয়ংক্রিয় বিক্রি রসিদ তৈরির অ্যাপ আনল লেনদেন টেকনোলজিস

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় বিক্রি রসিদ তৈরি করার জন্য নতুন অ্যাপ ডেভেলপ করেছে লেনদেন টেকনোলজিস। ক্ষুদ্র ব্যবসায়ী যারা ফেসবুক, -কমার্স এবং মাইক্রো মার্চেন্ট তারা খুব সহজেই অ্যাপের মাধ্যমে তাদের দৈনিক ব্যবসার হিসাব এবং বিক্রয় রসিদ তৈরি করতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব সহজেই অ্যাপটি ব্যবহার করে এক নজরে তাদের ব্যবসার প্রকৃত চিত্র বুঝতে পারবেন। গ্রাহদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপের ফিচার আপডেট করতে লেনদেন টেকনোলজিস বদ্ধপরিকর।

প্রতিষ্ঠানটি আরো বলছে, একটি অ্যাপের মাধ্যমে কম সুবিধাপ্রাপ্ত ক্ষুদ্র ডিজিটাল মাধ্যমে যারা ব্যবসা করেন তাদের সব ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে এবং তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি করতে লেনদেন টেকনোলজিস প্রতিশ্রুতিবদ্ধ। অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে এবং আইওএস সংস্করণের কাজ ডেভেলপমেন্ট পর্যায়ে আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫