অক্টোবরে ইন্দোনেশিয়ায় পর্যটক কমেছে ৮৮.২৫%

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২০

গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিদেশী পর্যটক এসেছে লাখ ৫৮ হাজার ১৯০ জন, যা গত বছরের একই মাসের চেয়ে ৮৮ দশমিক ২৫ শতাংশ কম। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা গতকাল তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সেতিয়ান্তো নামে পরিসংখ্যান সংস্থার এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, বছরওয়ারি পর্যটক বড় আকারে কমলেও গত সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে দশমিক ৫৭ শতাংশ। সম্মিলিতভাবে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ইন্দোনেশিয়ায় পর্যটক এসেছে ৩৭ লাখ ২০ হাজার। গত বছরের কোটি ৩৪ লাখ ৫০ হাজারের চেয়ে ৭২ দশমিক ৩৫ শতাংশ কম। কভিড-১৯ মহামারীর কারণে নেয়া কঠোর লকডাউন অনেক দেশ শিথিল করছে আবার অনেক দেশ কড়া বিধিনিষেধ এখনো বহাল রাখছে। এতে বিদেশী পর্যটক আগমনে প্রভাব পড়েছে। সিনহুয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫